শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গলের 'কিংবদন্তি' তিনি! অস্কারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সুপার কাপে প্রশ্নচিহ্ন ক্লেটনকে নিয়ে, যাবেন কি দলের সঙ্গে?

KM | ১৪ এপ্রিল ২০২৫ ১৬ : ২০Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের 'হেডস্যর' অস্কার ব্রুজোঁর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করে নিজের সর্বনাশ কি নিজেই ডেকে আনলেন ক্লেটন সিলভা? 

চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। আইএসএলে ব্যর্থতার পরে সুপার কাপকেই এখন পাখির চোখ করছে  ইস্টবেঙ্গল। 

গতবার কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে লাল-হলুদ শিবির খেতাব জিতেছিল মহানদীর তীরে। এবার সুপার কাপে ভাল পারফরম্যান্স তুলে ধরলে আইএসএলের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দেওয়া যেত। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই যে ইস্টবেঙ্গলের সাজঘরে অশান্তির আগুন! 

ক্লেটন ঝামেলায় জড়ালেন কোচ অস্কারের সঙ্গে। চেন্নাইয়িনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ চলাকালীন অস্কারের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন ব্রাজিলিয়ান তারকা। শুরুতে মেসি ও ডিয়ামান্তাকোসকে উপরে রেখে দল সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ। দিমিকে সরিয়ে ক্লেটন নিজে চলে যান স্ট্রাইকার পজিশনে।

এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ক্লেটন বারংবার নিজের পজিশন ছেড়ে চলে যাচ্ছিলেন অন্যত্র। বাইরে থেকে অস্কার তাঁকে নিজের পজিশনে খেলার জন্য পরামর্শ দেন। তাতেই বিস্ফোরণ ঘটে। নামার ৪০ সেকেন্ডের মধ্যেই মেজাজ হারান ক্লেটন। কোচের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটির পরে নিজেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, ক্লেটন প্রথম একাদশের হয়ে খেলতে চেয়েছিলেন। পরিবর্ত হিসেবে নামাটা তিনি মেনে নিতে পারেননি। সেই কারণেই ইচ্ছাকৃত ভাবে কোচের সঙ্গে ঝামেলা করে, তাঁকে অসম্মান করেছেন বলে মনে করছেন অনেকে।

ক্লেটনের মতো একজন টিমম্যানের এহেন আচরণের কথা শুনে ইস্টবেঙ্গল সমর্থকরা বিস্মিত! ক্লেটনের গোলেই গতবার সুপার কাপ খেতাব জিতেছিল ইস্টবেঙ্গল। 

সেই ক্লেটনকে ঘিরে এবার প্রত্যাশার ফানুস আকাশ ছুঁয়েছিল। কিন্তু ব্রাজিলীয় তারকা ভক্তদের প্রত্যাশা পূরণ করতেই পারেননি। চলতি মরশুমে একটি গোল করতে পারেননি তিনি। তার উপরে দলের প্রয়োজনের সময়ে তাঁকে পাওয়া যায়নি। চোটের জন্য তিনি মাঠের বাইরে ছিটকে যান। ব্যথা উপশমকারী ইঞ্জেকশন নিয়েও ক্লেটন দলকে সাহায্য করতে পারেননি। বসে থাকেন গ্যালারিতে। 

সমর্থকদের একাংশ বলছে, বিদেশি তারকার কাছ থেকে দল গোল চায়। গোল না পেলে অ্যাসিস্ট প্রত্যাশা করে। ক্লেটন দুই ভূমিকাতেই সুপার ফ্লপ। 

নিজের ভাবমূর্তি সুপার কাপে  উজ্জ্বল করতেই পারতেন ক্লেটন।  কিন্তু কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিজেই চলে গেলেন ব্যাকফুটে। 

সূত্রের খবর, কোচ অস্কারের সঙ্গে অহেতুক সমস্যায় জড়িয়ে পড়ায় সুপার কাপে হয়তো জায়গা হারালেন ব্রাজিলিয়ান তারকা। তাঁকে কি আদৌ নিয়ে যাওয়া হবে সুপার কাপে? সূত্রের খবর, ২০ জনের দলে তাঁকে রাখা হয়নি। যদিও ক্লাব থেকে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ক্লেটনকে নিয়ে এখন ধোঁয়াশা। এমনকী পরের মরশুমে তিনি যে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে থাকছেন না, সেই দেওয়াললিখন আগেই পড়ে ফেলেছিলেন। কোচের সঙ্গে সমস্যার পরেও কি নতুন মরশুমে দলে থাকবেন? 

প্রস্তুতি ম্যাচে দল ছেড়ে চলে যাওয়া ভাল ভাবে নেননি অনেক সমর্থকরাই। তিনি অধিনায়ক। নেতা সবক্ষেত্রেই দৃষ্টান্ত তৈরি করেন। অনেক দায়িত্ব নিতে হয়। কিন্তু প্রস্তুতি ম্যাচে খুল্লমখুল্লা কোচের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিয়ে এবং দলকে ফেলে দিয়ে চলে গিয়ে ক্লেটন নিজের ভাবমূর্তিও নষ্ট করেছেন বলে মনে করছেন অনেকেই।  

ইস্টবেঙ্গলের 'কিংবদন্তি' বলে নিজেকে দাবি করেন ক্লেটন। সেই তাঁর কাছ থেকেই এহেন আচরণের কথা শুনে বিস্মিত অনেক ভক্ত। দীর্ঘদিন ধরেই লাল-হলুদ সমর্থকরা দাবি করে আসছেন, বয়সের ভারেই ক্লেটন আর আগের ক্লেটন নেই। আইএসএলের মতো টুর্নামেন্টে চোট আঘাতে জর্জরিত ব্রাজিলীয় তারকার আর ম্যাজিক দেখানোর মতো মশলা নেই। 

আসন্ন সুপার কাপে ব্রাজিলীয় শেষ কামড় একটা দিতে পারতেন, কিন্তু কোচের সঙ্গে ঝামেলার পরে হয়তো তাঁকে আর প্রথম একাদশে দেখা যাবে না। ক্লেটন নিজের ভাগ্য নিজেই হয়তো পড়ে ফেলেছেন। সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের সমস্যার নাম ক্লেটন সিলভা। 


East BengalSuper CupOscar BruzonSuper Cup

নানান খবর

নানান খবর

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

অবসর নিয়েও শান্তি নেই, স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন বছরের জন্য সাসপেন্ড শ্রীসন্থ

ইংল্যান্ড সিরিজে এই তরুণ তুর্কিকে নিয়ে যাক ভারত, আইপিএলের মাঝেই চাঞ্চল্যকর দাবি রবি শাস্ত্রীর

সুযোগ পেলে আর চেন্নাই নয়, আইপিএল এই দলের হয়ে খেলতে চান রায়না

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া